Logo

 

দিনপুঞ্জি

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহ:শুক্রশনিরবি
 
 
 
 
 
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
৩১
 
 
 
 
 
 
সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ "সিএআরবি"
Logo

সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ "সিএআরবি" সম্পর্কে

বাধীন সার্বভৌম সবুজ সতেজ আমাদের এই বাংলাদেশ। আয়তনের তুলনায় লোক সংখ্যা অনেক বেশী। উচ্চ জনসংখ্যার প্রবৃদ্ধির হার, বেকার সমস্যা, সামাজিক বৈসম্য ও কুসংস্কার, অর্থনৈতিক অনগ্রসরতা, অনুন্নত সমাজ ব্যবস্থা এবং অপর্যাপ্ত শিক্ষা ব্যবস্থার কারণে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে। বাংলাদেশের অধিকাংশ পরিবার নি¤œবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভূক্ত। দেশে ব্যাপক ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠার কারণে বেকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সুসম বন্টন না থাকায় নি¤œবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবার ক্রমান্বয়ে দারিদ্র সীমার নীচে চলে যাচ্ছে। অপরদিকে সরকারের একনিষ্টতা থাকা সত্ত্বেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য সবিধার অভাব এর কারণে দরিদ্র মানুষ মানবেতর জীনব যাপন করতে বাধ্য হচ্ছে।
এমনকি দেশে পর্যাপ্ত ব্যাংক, বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ এইসব প্রতিষ্ঠানের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ তাদের আয়ের তুলনায় প্রতিষ্ঠানের নিয়ম নীতি ও সেবাসমূহ সঙ্গতিপূর্ণ নয়। অথচ সমগ্র দেশে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে দেশ তথা জাতি এক ভয়ানক অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দেশে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, সচেতনতা বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রনসহ সকল উন্নয়নমূলক কার্যক্রমে নি¤œবিত্ত ও নি¤œমধ্যবিত্ত পরিবারকে সম্পৃক্ত করণের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন করা আশু প্রয়োজন। ফলে সমাজের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে বাস্তবসম্মত কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণে নিষ্ঠার সাথে সেবাদানের প্রতিশ্রুতি এবং অনুন্নত সমাজের উন্নয়ন করার প্রত্যাশাই “সেচ্ছাসেবামূলক সংগঠন” সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ “সিএআরবি” । সুতরাং সরকারের ব্যাপক সহযোগিতাসহ দেশ-বিদেশের সকল স্তরের সার্বিক সহানুভূতি আমরা একান্তভাবে কামনা করি।

 

NGO সমূহ