
- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- সুবিধাভোগী
- বাজেট
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
লাইট হাউস
লাইট হাউস সম্পর্কে
লাইট হাউস একটি সুপরিচিত অলাভজনক, স্বেচ্ছাসেবী, উন্নয়ন ও সমাজে সেবা মূলক প্রতিষ্ঠান। এটি ১৯৮৮ সালে প্রলয়কারী বন্যার পরে প্রতিষ্ঠার পর থেকে প্রধান নির্বাহী জনাব মোঃ হারুন-অর-রশিদ এর নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশর গ্রামীণ ও শহরের দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, যৌন সংখ্যালঘু, হিজরা, আদিবাসী ও অনান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বর্তমান অবস্হা থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে।
লাইট হাউস স্বনামধন্য বিভিন্ন দাতা সংস্হার সহায়তায় গ্রামীন বাংলাদেশের হার্ড-টু রীচ এলাকার জন্য বহুমাত্রিক প্রকল্প গ্রহন করেছ। এসব প্রকল্পগুলো এমডিজি, এসডিজি ও ২০২১ সালের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন তরান্বিত করার পাশাপাশি জনস্বাস্হ্য, পুষ্টি, সুশাসন, ন্যায় বিচারের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও জীবিকার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভিজোজন ও প্রশমন সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শুরু থেকে এ পর্যন্ত লাইট হাউস ৭০ টির বেশী প্রকল্প অত্যান্ত সফলতার সাথে বাস্তবায়ন করেছে এবং বর্তমানে ২০১৬-২০২০ সালের কৌশলগত পরিকল্পনা অনুসরণ করে ১১ টি প্রকল্প বাস্তবায়ন করছে।