Logo

 

দিনপুঞ্জি

জুন ২০২২
সোমমঙ্গলবুধবৃহ:শুক্রশনিরবি
 
 
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
 
 
 
বাংলাদেশ রুরাল ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (বারিও)
Logo

বাংলাদেশ রুরাল ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (বারিও) সম্পর্কে

বাংলাদেশ রম্নরাল ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (বারিও) একটি) বেসরকারী উন্নয়ণমূলক সংস্থা। সংস্থাটির লক্ষ্য হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার দরিদ্র এবং অসহায় জনগোষ্ঠীকে সমিতিভূক্ত করে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সে লক্ষ্যে বারিও শুরম্ন থেকেই অদ্যাবধি এ কাজটি করে আসছে। বারিও এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে সমিতিভূক্ত করে তাদের নিজ নিজ পেশাকে গুরম্নত্ব দিয়ে প্রয়োজনীয় পুঁজি বা মুলধন প্রদানের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে আসছে। সংস্থাটি সুন্দরভাবে পরিচালনার জন্য ০৩ (তিন) টি কমিটি রয়েছে। ২১ (একুশ) সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ, ০৭ (সাত) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ। সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি কর্তৃক নিয়োগকৃত একজন নির্বাহী পরিচালক রয়েছেন-যিনি কমিটির সার্বিক পরামর্শ ও তত্বাবধানে প্রতিষ্ঠানটির কর্মকা- পরিচালনা করে আসছেন। বারিও’র কার্যক্রম সমগ্র চাঁপাই নবাবগঞ্জ জেলার মধ্যে পরিচালিত হচ্ছে। বারিও’র উদ্দেশ্য হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারী ও পুরম্নষদের সংঘবদ্ধ করে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য বিভিন্ন উৎপাদনমূখী এবং উপার্জনমূখী কাজে সংপৃক্ত করা।
অবহেলিত হিসাবে চিহ্নিত এলাকা সমূহকে নির্বাচন করা এবং যে সব অঞ্চলে দরিদ্র মানুষের বসবাস বেশী এমন এলাকাকে অগ্রাধিকার দেয়া। যে সকল এলাকায় অন্য কোন প্রতিষ্ঠান কাজ করে না যে সকল অঞ্চলে শিক্ষার হার কম সর্বোপরি যে সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং যে সকল এলাকার জনগোষ্ঠি সকল প্রকার সুযোগ হতে বঞ্চিত সে সব এলাকাকে অগ্রাধিকার দিয়ে বারিও তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন ৫টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলো চাঁপাই নবাবগঞ্জ (সদর), শিবগঞ্জ, নাচোল, গোমসত্মাপুর, ও ভোলাহাট। উক্ত ৫টি উপজেলায় ০৭ টি শাখা অফিসের মাধ্যমে বারিও’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে সংস্থার কার্যক্রম রাজশাহী বিভাগের সকল জেলাতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

NGO সমূহ